• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সপ্তম বিশ্বকাপ জিতে রেকর্ড গড়লো ব্রাজিল

প্রকাশিত: ১১:২৯, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
সপ্তম বিশ্বকাপ জিতে রেকর্ড গড়লো ব্রাজিল

লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছে না। তবে মূল সংস্করণে ভালো না করলেও আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে সেলেসাওরা। 

রবিবার (১১ মে) বেলারুশকে হারিয়ে হারিয়ে ২০২৫ ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টানটান উত্তেজনায় ঠাসা ফাইনাল ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-৩ গোলে। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে। কেবল তাদেরই আছে সাতটি শিরোপা।

গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি ও ওমানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ব্রাজিল। যেখানে ওমানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল সর্বোচ্চ ১১ গোল করেছিল। কোয়ার্টার ফাইনালে অসামান্য নৈপুণ্য দেখিয়ে স্পেনের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতে নেয় সেলেসাওরা। আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে।  

সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। 

এদিকে পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দলও। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: