• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

প্রকাশিত: ১৩:৪৭, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

ছবি: বিরাট কোহলি (ফাইল ফটো)

ক্রিকেটের দীর্ঘ সংস্করণ থেকে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের মাস্টার ব্যাটসম্যান বিরাট কোহলি। ১২৩টি টেস্ট ম্যাচ খেলে অবসর নিলেন তিনি। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। 

সোমবার (১২ মে) সোশ্যাল মিডিয়ায় এই অবসরের ঘোষণা দেন বিরাট । সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’

আরও লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিলো না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতোটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো এই মাস্টার ব্যাটারের। পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা করে নেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিলো তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে হয়েছিলেন টেস্ট অধিনায়ক। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে। 

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।

বিভি/এমআর

মন্তব্য করুন: