• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে আবার কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রকাশিত: ০৯:৩২, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে আবার কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

শিরোপা নিয়ে ব্রাজিল বিচ সকার দলের উল্লাস

তৃতীয়বারের মতো বিচ সকার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০১৬, ২০১৮ এর পর এবারের ২০২৩ আসরেও টুর্নামেন্টের ফাইনাল জিতেছে সেলেকাওরা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

রবিবার (১৯ মার্চ) রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের গ্রুপপর্বেও হেরেছিল আর্জেন্টাইনরা। প্রতিশোধের সুযোগে মাঠে নেমে উল্টো হেরে বসে লা আলবাসিলেস্তারা।

সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। কিন্তু ফাইনালে উঠে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ১৩-৫ গোলে হেরে শিরোপা জয় আর হয়নি তাদের।

এ বছর দিয়ে কনমেবল বিচ সকারের মোট ৪টি আসর মাঠে গড়িয়েছে। আগের তিন আসরের মধ্যে দুই আসর আর এবারও শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে। ওই একবারই শিরোপা পায়নি ব্রাজিল।

বিভি/এজেড

মন্তব্য করুন: