কিংস আরিনায় আফগানিস্তান-বাংলাদেশ ফুটবল লড়াই

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দেশের প্রথম কোন ক্লাব ভেণ্যু হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয় বসুন্ধরা কিংস অ্যারেনার। সে ম্যাচে ঘরের মাঠে জয়ের সম্ভাবনা তৈরি করেও তিনটি পরিস্কার সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।
চরম ব্যর্থতার পরিচয় দেন রাকিব, মোরসালিনরা। র্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়ে আফগানিস্তান। শক্তির বিচারেও এগিয়ে তারা। তবে মাঠের লড়াইয়ে তাদের বিপক্ষে ভালো খেলেও স্কোরিং দুর্বলতায় ভুগতে হয় বাংলাদেশকে।
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বিপের মুখৌমুখি হবার আগে প্রস্তুতিতে এই ম্যাচ দুটি বেশ গুরুত্বপুর্ণ। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিং দুর্বলতা ভাবাচ্ছে কোচ হাভিয়ের কাবরেরাকে। প্রথম ম্যাচের ভুলগুলো বিশ্লেষন করে দ্বিতীয় ম্যাচের জন্য তৈরি করেছেন শিষ্যদের।
আশা করছেন পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন জামাল ভুঁইয়ারা। আফগানিস্তানের বিপক্ষে সাত ম্যাচ খেলে দুইটিতে হেরেছে বাংলাদেশ; ড্র হয়েছে পাঁচটি ম্যাচ।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: