• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয়ে জকোভিচের নতুন রেকর্ড

প্রকাশিত: ০৯:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয়ে জকোভিচের নতুন রেকর্ড

ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয়ে জকোভিচের নতুন রেকর্ড

ইউএস ওপেনে তৃতীয় শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। গড়লেন সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। ফাইনালে হারান দানিল মেদভেদেভকে। 

বছরের শেষ গ্রান্ড স্লাম ইউ এস ওপেন টেনিসের শিরোপা লড়াইয়ে প্রথম সেটে মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জকোভিচ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৭ বছরের মেদভেদেভ। এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে হাড্ডাহাড্ডি দ্বৈরথ হয় দুজনের। 

২০২১ সালে এই রুশ প্রতিপক্ষের কাছেই ইউ এস ওপেনের ফাইনালে হেরেছিলেন সার্বিয়ান তারকা জোকো। তবে ৩৬ বছরের জকোভিচের অভিজ্ঞতার কাছে পরাস্ত হন মেদভেদেভ। হার মানেন ৭-৬ গেমে। প্রতিশোধের ম্যাচে দাপুটে জকোভিচ ৬-৩ গেমে জিতে নেন তৃতীয় সেট। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ইউএস ওপেনে তৃতীয় শিরোপা জয়ের পাশাপাশি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল ও রজার ফেদেরারকে আগেই পিছনে ফেলে ছিলেন জোকোভিচ। 

এবার পুরুষ এককে শ্রেষ্ঠত্যের মুকুটটা নিজের করে নেন টেনিস সম্রাট জকোভিচ। স্পর্শ করেন সাবেক টেনিস সম্রাজ্ঞি মার্গারেট কোর্টের রেকর্ড। পুরুষ ও নারী একক মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্রান্ড স্লাম জয়ের মালিক এই অস্ট্রেলিয়ান তারাক। 

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2