• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বুলবুল

প্রকাশিত: ১০:১৯, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বুলবুল

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসি থেকে দ্বিতীয় চিঠির জবাব আশা করছে বিসিবি, জানালেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও বলেন, তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আরও চিন্তাভাবনা করা উচিৎ ছিলো।

গ্রে-নিকোলস ক্রিকেটার্স জিএনসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

তবে, টুর্নামেন্ট নয় বিসিবি বসকে জবাব দিতে হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে। বুলবুল জানান, এখনো নিজেদের অবস্থানে অনড় বিসিবি। 

সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা এমন কোন তথ্য জানা নেই বুলবুলের। মুস্তাফিজকে আবারো আইপিএলে ফেরানোর দাবিটি গুজব বলেও মন্তব্য করেন তিনি।

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। 

নিজের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি দিনকে তিনি ব্যাখ্যা করেছেন একেকটি ওভারের সঙ্গে। ক্রিকেটীয় ঢঙে বলেছেন, কোন কোন বলে পরাস্ত হলেও এখনো আউট হননি তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2