বাংলাদেশ ইস্যুতে সমাধান খুঁজছে আইসিসি, বিপাকে জয় শাহ
জরুরি বৈঠকে বসছেন ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গে
ছবি: জয় শাহ
নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। বিসিবির অনড় এই অবস্থানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিপাকে পড়েছে। এর সমাধানে রবিবার (১১ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির খবর
ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, বোর্ড কর্মকর্তাদের সঙ্গে জয় শাহ সাক্ষাৎ করবেন চলমান সমস্যার সমাধান খুঁজে বের করতে। জয় শাহ বরোদায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকবেন ভারতের ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের পাশে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমে আইসিসিকে একটি চিঠিতে জানায়, তারা ভারত ছেড়ে অন্য কোনো দেশে ম্যাচ খেলতে চায়। শ্রীলঙ্কা সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখ করা হয়। পরে দ্বিতীয় চিঠিতে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। বিসিবি স্পষ্ট করে, বিষয়টি কেবল ভেন্যু পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়।
মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর ফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
এই ইস্যুতে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এনডিটিভি জানিয়েছে, জয় শাহের প্রথম কাজ হবে বিসিসিআই এবং আইসিসির অপারেশন টিমের সঙ্গে বিদ্যমান টুর্নামেন্ট ও নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা। এরপর তাকে সরাসরি বিসিবি’র সঙ্গে সংলাপ তৈরি করতে হবে, যাতে তারা চাপ ছাড়াই সমাধান গ্রহণ করতে পারে।
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া প্রায় অসম্ভব ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। যা আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। সেই কারণেই জয় শাহের মধ্যস্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ তাদের অবস্থান আরও একবার প্রকাশ করেছে, তারা নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যাবে না।
বিভি/এআই




মন্তব্য করুন: