সেই চুমুকাণ্ডের জেরে পদত্যাগই করতে হলো স্প্যানিশ ফুটবলের প্রধানকে

বিশ্বকাপ জয়ী ফুটবলার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেয়াই কাল হলো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের। চুমুকান্ডে অবশেষে পদত্যাগ করতেই হলো তাকে।
গত ২০ আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার মঞ্চে ফুটবলার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। তারপর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। পড়েন ফিফার নিষেধাজ্ঞায়। আইনি প্রক্রিয়াও নেয়া হয় তার বিরুদ্ধে।
এসবের প্রেক্ষিতে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন রুবিয়ালেস। শুধু তাই নয়, সরে দাঁড়িয়েছেন উয়েফার নির্বাহী কমিটির সহ-সভাপতির পদ থেকেও। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নিজের কাজ আর না চালিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানান রুবিয়ালেস।
তিনি আশা করেন ২০৩০ বিশ্বকাপে মরক্কো এবং পর্তুগালের সঙ্গে স্পেনের বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার যে উদ্যোগ, তা ত্বরান্বিত হবে। পাশাপাশি নিজের অবস্থান ব্যাখ্যা করে রুবিয়ালেস বলেন, ‘তার নিজের সত্যের ওপর আস্থা আছে এবং জয়ের জন্য সামর্থ্য আনুযায় সব করবেন। তার মেয়ে, পরিবার এবং যারা তাকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রুবিয়ালেস দায়িত্বে থাকলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী ২৩ ফুটবলারসহ স্পেনের ৮১ জন খেলোয়াড়। তারপরও নিজের অবস্থানে অনড় থেকে রুবিয়ালেস বলেছিলেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। তবে তা অস্বীকার করেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেরমোসো। ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন তিনি। নতুন করে আনা এই অভিযোগের ফলে ৪৬ বছর বয়সী রুবিয়ালেসকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: