• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সপ্তাহ পেরোনোর পরই আবারও এক নম্বরে উঠলো পাকিস্তান

প্রকাশিত: ১০:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সপ্তাহ পেরোনোর পরই আবারও এক নম্বরে উঠলো পাকিস্তান

ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তবে খালি হাতে ফিরেও আইসিসি থেকে সুসংবাদ পেয়েছে বাবর আজমরা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে তার দল। মাত্র এক সপ্তাগের ব্যবধানে তিন থেকে একে চলে এসেছে ম্যান ইন গ্রিনরা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। মাঝে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় তিনে নেমে যায়। একে উঠে আসে অস্ট্রেলিয়া। দুইয়ে ওঠে ভারত। তবে মাত্র এক সপ্তাহ পর আবারও হারানো স্থান উদ্ধার করেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ম্যাচ জিতে পাকিস্তানকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে কাল দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান ফিরে পেয়েছে পাকিস্তান। ভারত রয়েছে দুইয়ে।

আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা আর পাঁচে ইংল্যান্ড। নিউজিল্যান্ড আছে ছয়ে। ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নম্বর অবস্থানে। আটে শ্রীলঙ্কা, নয়ে আফগানিস্তান এবং এবারের বিশ্বকাপে জায়গা না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে দশে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: