• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব, সতর্ক করলো বিসিবি

প্রকাশিত: ১৮:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব, সতর্ক করলো বিসিবি

ছবি: ফাইল ফটো

শেষ পর্যন্ত নিজের ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। নারীদের চাকরি ও অন্যান্য ইস্যুতে নেতিবাচক স্ট্যাটাস দিয়ে বিতর্কের পড়েন জাতীয় দলের হয়ে মাত্রই অভিষেক হওয়া এই ক্রিকেটার। তবে শেষমেশ নিজের অবস্থান পরিষ্কার করলেন তানজিম। 

এদিকে তার ভুল স্বীকারের বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তবে তানজিমকে আপাতত শাস্তির মুখে পড়তে হচ্ছে না। তাকে সতর্ক করেছে বিসিবি। এরপরও তেমন কিছু হলে ব্যবস্থা নেয়া হবে বলেছেন জালাল ইউনুস। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছিলেন ২০ বছর বয়সী এই পেসার। 

তবে গত কয়েক দিনে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। নারী বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলছেন কেউ কেউ। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে মঙ্গলবার জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ করে না।’

জালাল ইউনুস জানান- সে বলেছে, আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে, আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি।’

সবশেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, অবশ্যই বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।

বিভি/এমআর

মন্তব্য করুন: