তানজিম সাকিবের উদ্দেশে মিরাজের স্ট্যাটাস
ছবি: ফাইল ফটো
সম্প্রতি ফেসবুকে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ পেসার তানজিদ হাসান সাকিবের ভাইরাল হওয়া কয়েকটি স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এ প্রসঙ্গে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিজেকের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
মিরাজের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আমি নিশ্চিত, ‘তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
বিভি/এমআর
মন্তব্য করুন: