• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা দুই ম্যাচ হেরে এশিয়ান গেমস থেকে বিদায়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
টানা দুই ম্যাচ হেরে এশিয়ান গেমস থেকে বিদায়ের পথে বাংলাদেশ

বিতর্কিত পেনাল্টি গোলে ভারতের কাছ হেরে এশিয়ান গেমস থেকে বিদায়ের পথে বাংলাদেশ। চীনের হাংঝুতে ১-০ গোলে জয় পায় ভারত।  প্রথম ম্যাচে ভাল খেলেও মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলের কাছে আত্মঘাতী গোলে হেরেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। 

গত ম্যাচের হতাশা কাটিয়ে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা করেছিলো রহমত মিয়ারা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আক্রমণ পাল্টা আক্রমণে সমান তালে লড়াই করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। গোলের কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিং দুর্বলতায় সাফল্য পায়নি বাংলাদেশ। 

লাল সবুজদের দুর্ভাগ্য নেমে আসে ম্যাচের ৮২ মিনিটে। ফিলিপিনো রেফারির এক বাঁশিতে নিয়ন্ত্রন বদলে যায় ম্যাচের। বাংলাদেশের ডিফেন্সে বাধা পেয়ে বক্সে পরে যান ভারতের ফরোয়ার্ড মিরান্দা। পেনাল্টি'র সিদ্ধান্ত দেন রেফারি। তৈরি হয় বিতর্ক। সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেও ব্যর্থ হন রহমত মিয়ারা। স্পটকিকে লক্ষ্যভেদ করেন ভারতের অধিনায়ক অভিজ্ঞ সুনিল ছেত্রি। শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচ জিতে নেয় ভারত। 

টানা দুই পরাজয়ে গেমস থেকে বিদায় অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। গ্রুপ ডি'তে ২৪ সেপ্টেম্বর তাদের শেষ ম্যাচ স্বাগতিক চীনের বিপক্ষে। গেমসের নিয়ামানুযায়ী ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের সাথে তৃতীয় স্থানে থাকা সেরা চার দল খেলবে রাউন্ড অব ১৬ তে।     

বিভি/এ.জেড

মন্তব্য করুন: