• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেই নারী ক্রিকেটেই এশিয়ান গেমসে পদক জিতলো বাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সেই নারী ক্রিকেটেই এশিয়ান গেমসে পদক জিতলো বাংলাদেশ

বাংলাদেশ নারী দলের উল্লাসের ফাইল ছবি।

মাল্টি স্পোর্টস ইভেন্ট মানেই বারবার ব্যর্থতার গল্প লেখা। তবুও মাঝে মাঝে আশার আলো হয়ে উঁকি দেয় দুয়েকটি ইভেন্ট বা ডিসিপ্লিন। এবারের এশিয়ান গেমসে পদকের আশা ছিল নারী ক্রিকেট। হতাশ করেনননি জ্যোতিরা। প্লে-অফে পাকিস্তানতে হারিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে টাইগ্রেসরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর)  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ৬৫ রানের লক্ষ্য ১৮.২ ওভারে ছুঁয়ে ফেলে জ্যোতির দল।

ম্যাচের শুরুতে চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে ব্যাটিং পাঠায় বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তানের প্রমীলা দল। জবাবে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাঘিনীরা।

বাংলাদেশের হয়ে ২৭ রানের ওপেনিং জুটি এনে দেন শামীমা ও সাথী। তবে ওপেনিং জুটি ভাঙার পর দ্রুত ৪টি উইকেটের পতন ঘটে। তবে হারের আশঙ্কা তৈরি হলেও বিপদ ঘটেনি। ব্যাটে-বলে অলরাউন্ডার পারফর্ম করে আলো ছড়ান স্বর্ণা। বল হাতে ৪ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতে ১৪ রানে অপরাজিত ছিলেন। শামীমা ও সাথী দুজনই আউট হন ১৩ রান করে। 

পাকিস্তানের হয়ে আলিয়া ১৭, নিদা  ১৪, শামস ১৩ এবং নাতালিয়া ১১ রান করেন।  বাংলাদেশের হয়ে বল হাতে স্বর্ণা ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। সানজিদা ২টি এবং মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: