• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেষ ম্যাচে আজ জিততে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শেষ ম্যাচে আজ জিততে চায় বাংলাদেশ

ছবি: ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত

শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। বিশ্বকাপের দল চূড়ান্ত করতে নিউজিল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তাই সিরিজ হার এড়াতে আজ জিততে চায় টাইগাররা। 

ভারতে যাওয়ার আগে জয় পেতে চায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচ। প্রথম দুই ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লিটন দাস শেষ ম্যাচে বিশ্রামে আছেন। দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৪৪ রানের ইনিংস খেললেও পিঠে অস্বস্তি বোধ করেছেন। তাই তামিমের সঙ্গে তৃতীয় ওডিআইতে নেই মোস্তাফিজুর রহমানও। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুদল। অসুস্থ হওয়ায় দলের সঙ্গে থাকতে পারেননি তাসকিন আহমেদ। পেটের সমস্যা। তার জায়গায় খালেদ আহমেদকে রাখা হয়। 

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সোমবার (২৫ সেপ্টেম্বর) নাজমুল বলেন, ‘সবাই আগে যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নই দেখছি। বিশ্বকাপ সুপার লিগ শুরু হওয়ার সময় আমাদের লক্ষ্য ছিল শীর্ষ চারের মধ্যে থেকে শেষ করা। আমরা সেটা করতে পেরেছি। এরপর বিশ্বকাপে আগে যা করতে পারিনি সেটাই করার স্বপ্ন দেখা শুরু হয়। আগে যে স্বপ্ন দেখেছি, এখনো তাই আছে।’ তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জ এমনটা নয়। তবে আমরা এই সিরিজটা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে দলের জন্য ভালো। জিততে পারলে দেশের জন্য ভালো।’

উল্লেখ্য, ২০০৮ সালের পর বাংলাদেশে এবারই প্রথম ওয়ানডে জিতলো নিউজিল্যান্ড। 

বিভি/এমআর

মন্তব্য করুন: