• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

প্রকাশিত: ১৭:১৪, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

ছবি: মেহেদী হাসান মিরাজ

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে তিনি এক ধাপ এগিয়েছেন।

ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মিরাজ। সিলেট টেস্টে দুই ফাইফারে ১০ উইকেট নেন তিনি। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।

অলরাউন্ড র‍্যাংকিংয়ে দুই নম্বরে ওঠার পাশাপাশি মিরাজ ব্যাটারদের র‍্যাংকিংয়েও ৮ ধাপ এগিয়েছেন। আর বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন ২৪ নম্বরে।

বিভি/এআই

মন্তব্য করুন: