• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট হচ্ছে এবার অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ১৩:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট হচ্ছে এবার অস্ট্রেলিয়ায়

ছবি: ফাইল ফটোপার্থের সংগঠক, ক্রীড়ানুরাগী, শুভানুধ্যায়ীরা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের প্রথম পর্বটি এ বছরের শুরুতে তৃনমূল পর্যায়ে ব্রাহ্মণবাড়ীয়ায় সম্পন্ন করা হয়। এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া পর্বের জন্য। এ বিষয়ে প্রাথমিক আলোচনা সভা ও পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে সফলভাবে।  

অস্ট্রেলিয়ায় কীভাবে প্রতিটি রাজ্যে একটি প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশিসহ আন্তঃকমিউনিটিতে ক্রিকেট উন্মাদনা বাড়ানো যায় এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখা যায় তা নিয়ে আলোচনা করেন অংশ নেয়া অতিথি ও প্রতিনিধিরা।

 ওয়েষ্টার্ন অস্ট্রেলিয়ায় তাজ কারি হাউজে অনুষ্ঠিত এই অধিবেশনে যোগ দেন পার্থের সংগঠক, ক্রীড়ানুরাগী, শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন- সাবেক লেফট্যানেন্ট কর্নেল মোজাফফর আহমেদ, সংগঠক ও ক্রীড়ানুরাগী আবুহেনা ভুইয়া, লেখিকা মলি সিদ্দিকা, ক্রিকেটার গোলাম মোক্তাদির পমি, সাংবাদিক মারিয়াম মুন, ক্রিকেটার মোহাম্মদ সেজান ও আহবায়ক নির্জন মোশাররফ। 

অংশ নেন ভারত ও নেপালের প্রতিনিধিসহ বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ানুরাগী শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বাংলাভিশনের চিফ রিপোর্টার সুজন মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্পোর্টস জার্নালিস্ট আপন তারিক।  

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল  বলেন, আমি অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের শুরু থেকে ছিলাম, পুরস্কার বিতরনীতে অংশ নিয়েছি। অত্যন্ত সফল একটি আয়োজন ছিলো, আশা করছি অস্ট্রেলিয়াতেও এ আয়োজনটি সার্থক হবে, সবকিছু ঠিক থাকলে আমি অস্ট্রেলিয়া পর্বেও অংশ নিবো। 

অস্ট্রেলিয়ার প্রত্যেকটি রাজ্যের সংগঠকরাও ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। অনলাইনে উপস্থিত ছিলেন- ভিক্টোরিয়া রাজ্য থেকে মোশারফ হোসেন রেহান (সংগঠক), নিউ সাউথ ওয়ালেস থেকে শাহেনুজামান টিটু ( রাজনীতিবিদ), সাউথ অস্ট্রেলিয়া থেকে নাজমুস সাদাত (সংগঠক ও ক্রীড়াবিদ), ড. মিজানুর রহমান ( অধ্যাপক ও ক্রড়াবিদ), মোহাম্মদ আসিফ ( ক্রীড়াবিদ), কুইনন্স্যাল্ড রাজ্য থেকে ডা. জহিরুল ইসলামসহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা। 

আহ্বায়ক নির্জন মোশাররফ অধিবেশনটির শেষাংশে প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন, বড় পরিসরে এই আয়োজনের জন্য সবার সম্মতিক্রমে প্রতিটি রাজ্যে কমিটি গঠনের কাজ বিদ্যমান আছে বলে জানান। সেই সাথে আনুষ্ঠানিক আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রেস কনফারেন্স হবে বলেও  উল্লেখ করেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: