• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশকে শক্ত হাতে এগিয়ে নিচ্ছেন শান্ত

প্রকাশিত: ১৪:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশকে শক্ত হাতে এগিয়ে নিচ্ছেন শান্ত

ছবি: সংগৃহিত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে বড় টার্গেট দিতেই  এই সিদ্ধান্ত। এই লক্ষ্যে দারুণ ফর্মে থাকা এই ম্যাচের অধিনায়ক করছেন দায়িত্বশীল ব্যাটিং। ইতোমধ্যে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 

৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এক পর্যায়ে বিপদ থেকে উদ্ধার করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। পানি পানের বিরতির আগে ১৫ ওভার শেষে দাড়ায় ৩ উইকেটে ৮৮ রান। এর পরেই ঘটে ছন্দপতন। প্রথম বলের মুখোমুখি হয়েই বিদায় নেন মুশফিকুর রহিম। লকি ফার্গুসনের বলে বোল্ড হন তিনি। তার ব্যাটে লেগে বল নিচু হয়ে মাটিতে লাফিয়ে স্টাম্পের দিকে ছুটতে দেখে পা দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন মুশফিক। কিন্তু পারেননি। আগেই স্টাম্পে আঘাত করে বল। ২৫ বলে ১৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।

এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১২৪। নাজমুল শান্ত অপরাজিত আছেন ৬৩ রানে। ১২ রানে ব্যাট করছেন রিয়াদ। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য মূল একাদশে রাখা হয়েছে। অভিষেক হয়েছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানের। সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে আজ ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।

 

বিভি/এমআর

মন্তব্য করুন: