• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্ব, দৃশ্যপটে মাশরাফি

প্রকাশিত: ১৭:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্ব, দৃশ্যপটে মাশরাফি

সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায় মধ্যস্থতা করেছিলেন। এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে তাকে আবারও একবার সামনে নিয়ে এসেছে। দেশের ক্রিকেটে বড় কোনো সমস্যা দেখা দিলেই দৃশ্যপটে হাজির হন সাবেক এই কাপ্তান। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করার দেড়ঘণ্টা পর বেরিয়ে যান। অবশ্য বিসিবি সভাপতির সঙ্গে কি নিয়ে কথা হয়েছে সেটা অজানা। রুদ্ধদ্বার ওই বৈঠকে শেষে দুপুর সাড়ে ৩টায় তিনি বিসিবি ভবন ছেড়ে যান। তবে সাকিব তামিম ইস্যুতেই যে ম্যাশ এসেছেন এটা বলা-ই যায়। 

জানা গেছে, আজই ঘোষণা হবে বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন। তবে মাশরাফি বিসিবি ত্যাগ করলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখনও রয়েছেন সেখানে। তবে বিপত্তি বেধেছে তামিমের ব্যতিক্রমী এই চাওয়ায়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান এই ওপেনার। রেস্ট-এ থাকতে চান কিছু ম্যাচে। 

বিসিবি বস পাপনকে এই কথা জানাতেই ‍বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সাকিব। তবে তামিমের চাওয়া মানা হলে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন সাকিব এমনটা জানা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের কথা জানিয়েছিলেন তামিম। যে কারণে শেষ ম্যাচে তাকে বিসিবি বিশ্রাম দেয়।
 

বিভি/এসকে/এইচএস

মন্তব্য করুন: