• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যাটিং বিপর্যয়ে ১৭১ রানে থামল বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৮:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ব্যাটিং বিপর্যয়ে ১৭১ রানে থামল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অবশেষে  ৩৪.৩ ওভারে অলআউট হয়েছে ১৭১ রানে। এখন ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। 

এর আগে নাজমুল শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামাল দিতে নাজমুল শান্ত এক প্রান্ত দিয়ে লড়াই করে যান। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি ৮৪ বলে দশটি চারের শটে ৭৬ রানের ইনিংস খেলেন।  তবে মিডল অর্ডারের অন্য ব্যাটাররা সেট হয়ে ফিরে যান। চারে নামা তাওহীদ হৃদয় ও পাঁচে নামা মুশফিক ১৮ করে রান যোগ করেন। ছয়ে নেমে মাহমুদউল্লাহ ২১ রানের ইনিংস খেলেন। এরপর শেখ মাহেদী ১৩ রান করে ফিরলে ৪০ ওভারের আগে অলআউট হয় বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের হয়ে পেসার এডাম মিলনে দুর্দান্ত বোলিং করেছেন। ডানহাতি এই পেসার ৬.৩ ওভারে ৩৪ রান খরচা করে তুলে নেন ৪ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট ও কোলে ম্যানকনচি দুটি করে উইকেট নিয়েছেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: