ঘরের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হলো টাইগাররা

এশিয়া কাপে ব্যর্থতার পর এবার বিশ্বকাপের আগে ওয়ার্ম আপটা খুব একটা ভালো হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে ধবলধোলাই করলো কিউইরা।টাইগারদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ৯১ রান হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় সাজঘরের পথ ধরতে হয় দুই ওপেনার তানজিদ হাসান ও জাকির হাসানকে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: