• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাতের আঁধারে দল ঘোষণা আর অনেকটা পালিয়ে ভারতযাত্রা!

মানিক মাহমুদ

প্রকাশিত: ২০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রাতের আঁধারে দল ঘোষণা আর অনেকটা পালিয়ে ভারতযাত্রা!

এ কেমন বিশ্বকাপ যাত্রা? রাতের অন্ধকারে বিসিবির দল ঘোষণা, দিনের আলোতে একরকম পালিয়ে দেশত্যাগ বাংলাদেশ দলের। বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়েছে বাংলাদেশ দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে একটি চাটার্ড বিমানে করে উড়াল দেয় তারা। হয়নি কোন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কোন ফটোসেশনও। অনেকটা পালিয়েই দেশ ছাড়ে সাকিব বাহিনি। সেমিফাইনালে খেলার আশা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

ভারতে বিশ্বকাপে অংশ নিতে বুধবার বিকাল ৪টায় চাটার্ড বিমানে করে সরাসরি গৌহাটি যাওয়ার ব্যবস্থা টাইগারদের। তাই ধীর স্থির ভাবেই বিমানবন্দরে আসতে থাকেন ক্রিকেটাররা। গণমাধ্যমকে এড়াতে প্রবেশ করেন ভিআইপি গেট দিয়ে।

বিশ্বকাপে যাওয়ার আগে কোন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি বাংলাদেশ দল। দেশ ছাড়ার সময়েও তাদের এমন মুখ লুকানো কেন? এমনিতেই সাকিব-তামিম দ্বন্দ্বের ইস্যুতে বেকায়দায় বিসিবি। ইনজুরি ঝুঁকির অজুহাতে তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ায় ক্ষুব্ধ দর্শকরাও। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কন্ঠেও অস্বস্থি এমন পরিস্থিতি নিয়ে।

অভিজ্ঞদের সাথে তরুনদের সমন্বয়ে বিশ্বকাপে টাইগারদের ভালো খেলার আশা করছেন সুজন। 

ভারতে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের ১৩ তম আসরের। লিগ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে ১০টি দেশ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২৯ নভেম্বর ও ২ অক্টোবর দুটি ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ টাইগারদের।        

বিভি/এজেড

মন্তব্য করুন: