তামিমের বোমার পর পাল্টা মিসাইল ছুঁড়লেন সাকিব

তামিমের বোমার পর পাল্টা মিসাইল ছুঁড়লেন সাকিব
তামিমের বোমা ফাটানোর পর পাল্টা মিসাইল ছুঁড়লেন অধিনায়ক সাকিব আল হাসান। বললেন, দলের সদস্যদের যে কোন পজিশনে খেলার মানসিকতা থাকা উচিৎ। বিশ্বকাপ দলে না রাখার প্রক্রিয়া, মিডল অর্ডারে ব্যাট করতে বলাসহ বিসিবির সাথে কথোপকথনের কথা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম। তার অভিযোগের ব্যাখ্যা উঠে আসে সাকিবের কথায়।
বিশ্বকাপের আগে নিজের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন, দলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ভুমিকা, কোচ হাথুরুসিংহের পরিচালনা পদ্ধতি, বাংলাদেশ দলের অবস্থা নিয়েও কথা বলেন টাইগার অধিনায়ক।
বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব এ প্রসঙ্গে বলেন, প্রথমত এ বিষয়ে আমি কিছু জানি না। তবে তাকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে তাহলে অথোরাইজড কেউই বলেছে। কম্বিনেশনের ক্ষেত্রে কেউ হয়তো তাকে এমন প্রস্তাব দিয়েছে। যদি কেউ দিয়ে থাকে সেখানে আমি তো দোষের কিছু দেখি না।
টিম আগে না ব্যক্তি আগে এমন প্রশ্ন করে সাকিব আরও বলেন, এরকম প্রস্তাব কি কাউকে দেয়া যাবে না? আমি কি কাউকে বলবো ইউ ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট?
দেশের ক্রিকেটে বর্তমান চলমান অস্থিরতা নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ দল নিয়ে নানা প্রশ্নের জবাব দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে বিকালে তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেয়। যার মাধ্যমে দেশের ক্রিকেটে আলোচনা-সমালোচনা নতুন মোড় নেয়। যেখানে তামিম অভিযোগ করেন বোর্ডের একজন কর্তা তাকে প্রথম ম্যাচ না খেলার প্রস্তাব দিয়েছেন, যদি খেলতে চায় তাহলে তার ব্যাটিং অর্ডার পরিবর্তনের কথা বলেন সেই বোর্ড কর্মকর্তা।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: