• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওয়ানডে বিশ্বকাপের আগে কাল গা গরমের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ওয়ানডে বিশ্বকাপের আগে কাল গা গরমের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন  দেশের ক্রিকেটে  তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহুর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম।

বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস-এ সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হবার পর আলোচনাটি আরও বেশি ডালপালা মেলেছে। তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোন পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব।

দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত হতে বাধ্য করেছে। এমন সব বির্তকের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

আরো খারাপ লক্ষণ হচ্ছে  এ বছর নিজ মাঠে  বাংলাদেশ তিনটি  ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ  মাটিতে যেখানে মাত্র একটি  সিরিজ হেরেছিল টাইগারা।  এই জটিল অবস্থার মধ্যেই  বাংলাদেশ  অনুশীলন ম্যাচ খেলতে নামছে।  ম্যাচটি শুরু হবে  বাংলাদেশ সময় বেলা ২৫ট ৩০ মিনিটে। 

যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপুর্ন নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে।  মূলত বিশ^কাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন।  আগামী ৭ অক্টোবর  আফগানিস্তানের বিপক্ষে  ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করার আগে  আগামীকাল শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ। 

গতকাল রাতে গুয়াহাটিতে  পৌঁছার  পর আজ অনুশীলন  করেছে টাইগাররা।  বাংলাদেশ ডক্রকেট বোর্ড(বিসিবি)  প্রেরিত এক  ভিডিওতে দেখা গেছে  অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক  সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো  খুব বেশি দেখা যায়না। 
তবে দেশের  ক্রিকেটের চলমান পরিস্থির  প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত  ব্রিফটি  অপরিহার্য্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বুপর্ন একটা ইভেন্টের আগে  অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে  খেলোয়াড়দের মুক্ত রাখবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন: