• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘এবারের বিশ্বকাপে সেরাদের একজন হবেন লিটন’

প্রকাশিত: ১৭:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
‘এবারের বিশ্বকাপে সেরাদের একজন হবেন লিটন’

লিটন দাস

টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের সাম্প্রতিক ফর্মহীনতায় বিচলিত নন টাইগার অধিনায়ক সাকিব। ভারতে বিশ্বকাপ খেলতে এখন গোহাটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। গতকাল রাতে দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বিশ্বকাপে সেরাদের একজন হবে লিটন।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না লিটনের। গেলো কয়েক সিরিজে কেবল ব্যর্থতার চাদরেই ঢাকা বাংলাদেশের এই অভিজ্ঞ ওপেনার। দর্শকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে তার ফর্মহীনতা নিয়ে। লিটন নিজেও এমন ফর্ম নিয়ে বিচলিত। যার রেশ দেখা গিয়েছিলো দেশের মাটিতে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে। ড্রেসিং রুমের সামনে ব্যাট ভাঙ্গছিলেন লিটন। 

৭৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার সেঞ্চুরি পাঁচটি, হাফ সেঞ্চুরি ১০টি। সর্বশেষ সেঞ্চুরিটি গত বছরের ফেব্রুয়ারিতে। সর্বশেষ খেলা ১০ ইনিংসে ফিফটি মাত্র একটি। সেটাও এ বছরের মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে। তাই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অন্যতম দুশ্চিন্তার নাম ব্যাট হাতে লিটনের ফর্মহীনতা। 

তবে এ নিয়ে বিচলিত নন সাকিব। তার বিশ্বাস, লিটন বিশ্বকাপে অনেক ভালো করবেন, সেরাদের একজন হবেন। টাইগার অধিনায়কের মতে, লিটন শুধু তার ব্যাটিংটা উপভোগ করতে পারলে মানুষ টিভিতে তাকে আরও বেশি উপভোগ করবে। পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে। 

বিভি/এ.জেড

মন্তব্য করুন: