• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাকিবকে ছাড়াই বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

প্রকাশিত: ২২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সাকিবকে ছাড়াই বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

১৩১ রানের ওপেনিং জুটি গড়েন লিটন দাস ও তানজিম তামিম।

দলে নেই তামিম ইকবাল, ইনজুরিতে সাকিব। দোরগোড়ায় বিশ্বকাপ। দল নিয়ে সমালোচনা। সাকিব-তামিম দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি বক্তব্য- এসব ইস্যুতে যখন ক্রিকেটপাড়া বেশ উত্তাল, তখনই বড় জয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা।

মূলপর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। ওই ম্যাচে লঙ্কানদের ২৬৩ রানে আটকে দিয়ে ব্যাট হাতে ৪৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে হাথুরুসিংহের শিষ্যরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গৌয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে বল হাতে দারুণ ভেলকি দেখান মাহেদী হাসান। ৯ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। তানজিম সাকিব, শরীফুল, মেহেদি মিরাজ ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন। এছাড়াও বল করে নিজেদের ঝালাই করে নেন তাসকিন ও হাসান মাহমুদ।

লঙ্কানদের হয়ে ব্যাট হাতে পাথুম নিসানকা ৬৮, ধনঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করেন। বাকিদের মধ্যে কুশল পেরেরা ৩৪ ও কুশল মেন্ডিস ২২ রান করেন। ইনিংসের ৫ বল বাকি থাকতে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারায় লঙ্কানরা।

২৬৪ রানের জবাবে খেলতে নেমে লিটন দাস, তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম চমক দেখানো ব্যাটিং করেন। শুধুমাত্র তাওহীদ হৃদয় ক্রিজে নেমে কোনো রান করেই ফিরে যান।

১৩১ রানের ওপেনিং জুটি গড়েন লিটন দাস ও তানজিম তামিম। লিটন ফেরেন ৬১ রানে আর তামিম করেন ৮৪ রান। মেহেদি হাসান মিরাজ ৬৭ ও মুশফিকুর রহিম ৩৫ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

আগামী ২ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়া সাকিবকে হয়তো ওই ম্যাচেও পাওয়া যাবে না। তবে মূলপর্বের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে নাম্বার ওয়ান অলরাউন্ডারকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: