• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে জিতলো ইংল্যান্ড

প্রকাশিত: ২২:০৫, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ২২:৫৮, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে জিতলো ইংল্যান্ড

ছবি: সংগৃহিত

আগামী ৭ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে সোমবার (২ অক্টোবর) শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি টাইগার ব্যাটাররা। ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ। ডিএলএস মেথডে ৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেটে দাপুটে ব্যাটিং করে ইংল্যান্ড। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৭ ওভারে। তবে ডিএলএস মেথডে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ১৯৭ রানের। লক্ষ্যে পৌঁছাতে ২৪.১ ওভার খরচে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে লিটন দাস (৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যান। এরপর ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন তানজিদ ও মিরাজ। আগের ইনিংসের সেরা ব্যাটার তানজিদ ৪৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহর (১৮) ব্যর্থতার মাঝে টানা ফিফটিতে আশার আলো জ্বালিয়ে রাখেন মিরাজ। ম্যাচ বন্ধ হওয়ার আগে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে ৫ রানে খেলছিলেন তাওহীদ হৃদয়। ৩০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ১৫৩ রান করার পর নামে বৃষ্টি। তারপর থেকে বৃষ্টির আনাগোনায় অপেক্ষা বেড়েই গেছে। ম্যাচ আদৌ শেষ করা যাবে কি না সেই শঙ্কা তৈরি হয়েছিলো।

বাংলাদেশ সময় ৭টার দিকে প্রথম কার্টেল ওভারের ঘোষণা আসে। ৪০ ওভার করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর আবার বৃষ্টির বাধার পর ৮টার দিকে আরও তিন ওভার করে কমানো হয়।

বৃষ্টি বিরতির পর দ্বিতীয় ওভারের প্রথম বলে স্যাম কারানের শিকার হন হৃদয় (৫)। ৩৪তম ওভারে ডেভিড উইলি পরপর মিরাজ ও নাসুম আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। তাসকিন আহমেদ তাকে হতাশ করেন। পরের বলে মারেন ছক্কা।

মিরাজ ৮৯ বলে ৭৪ রান করে বোল্ড হন, ইনিংসে ছিল ১০ চার। ৩৫তম ওভারে রিস টপলি বোল্ড করেন মেহেদী হাসানকে (৩)। দুই বল পর ইংলিশ ফিল্ডারের হাতে জীবন পান তাসকিন। শরিফুল ইসলামকে নিয়ে ১২ রানে অপরাজিত থেকে বাকি সময় পার করে দেন তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন: