• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সম্ভাবনা!

প্রকাশিত: ১৭:০০, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সম্ভাবনা!

ছবি: ফাইল ফটো

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, বাতিল হয়ে যেতে পারে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।  জি নিউজ জানায়, ক্যাপ্টেনস ডে’র অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা অরিজিত সিং, আশা ভোসলে, রণবীর সিংসহ আরও অনেক তারকার। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হচ্ছে ‘ক্যাপ্টেনস ডে’। সোমবার (২ অক্টোবর) এসব আয়োজনের বিষয় আর সময় জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কিনা, তা জানতে হলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: