• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানকে হারিয়ে বড় সুখবর পেলেন জ্যোতি ও ফারজানা

প্রকাশিত: ২২:২৫, ১৪ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানকে হারিয়ে বড় সুখবর পেলেন জ্যোতি ও ফারজানা

ফাইল ছবি

ঘরের মাটিতে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি টাইগ্রেসদের এমন দারুণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসির ওমেন'স চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের এই সিরিজ। সে সিরিজে ভালো পারফরম্যান্সের কারণে নিগার সুলতানা, ফারজানা হকদের উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করলেও পরের দুই ওয়ানডেতেই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৮৮ রেটিং পয়েন্ট নিয়ে লরা ডেলানির সঙ্গে ২৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

শুধু জ্যোতিই নন, র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ফারজানা হকও। দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন ফারজানা। চার ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং (৫৭৫)।

পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন জ্যোতি। প্রথমে ব্যাট করা বাংলাদেশ অধিনায়কের ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায়। এরপর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যাচ টাই হলে সুপার ওভারে চার মেরে ম্যাচ জয়ের নায়ক জ্যোতিই ছিলেন। সে ম্যাচে তিনটি ডিসমিসাল নিয়ে জয়ে অবদান রাখেন এই উইকেটকিপার। সিরিজ নিশ্চিত করার ম্যাচেও ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

তৃতীয় ম্যাচে অবশ্য পাকিস্তানকে লড়াই করতেই দেয়নি টাইগ্রেসরা। ৭ উইকেট ও ২৬ বল হাতে রেখেই জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন ফারজানা। এর আগে দ্বিতীয় ওয়ানডেতেও ৪০ রান এসেছিল তার ব্যাট থেকে।

বিভি/টিটি

মন্তব্য করুন: