• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এটিপি ফাইনালসে শিরোপা জয়ের রেকর্ড জকোভিচের

প্রকাশিত: ১৩:৩০, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এটিপি ফাইনালসে শিরোপা জয়ের রেকর্ড জকোভিচের

বছর শেষের এটিপি ফাইনালস টেনিসে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। তুরিনের ফাইনালে হোম ফেবারটি ইতালির ইয়ানিক সিনারকে সরাসরি ৬-৩, ৬-৩ গেমে হারান সার্বিয়ান টেনিস সুপারস্টার। 

র‌্যাংকিংয়ের সেরা আট খেলোয়াড়কে নিয়ে হওয়া বছর শেষের এই টুর্নামেন্টে এর আগে ছয়বার শিরোপা জিতে সুইস টেনিস ম্যাস্ট্রো রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেছিলেন নোভাক জকোভিচ। 

রেকর্ড ১৪টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জেতা সার্বিয়ান সুপারস্টারের জন্য তুরিনের ফাইনাল ছিলো তাই রজার ফেদেরারের কীর্তিকে পেছনে ফেলে সপ্তমবার এটিপি ফাইনালস জয়ের চ্যালেঞ্জ। ইতালিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা ইয়ানিক সিনার পাত্তাই পাননি জকোভিচের কাছে। 

র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় দুই সেটেই জয় তুলে নেন ৬-৩, ৬-৩ গেমে। চলতি বছরটা দারুণ কাটে তার। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফরাসি ওপেন ও ইউএস ওপেন জেতেন ৩৬ বছরের জকোভিচ। চার গ্র্যান্ড স্ল্যামের তৃতীয়টি জিততে না পারলেও উম্বলডনে ফাইনাল খেলেছিলেন ঠিকই। 

বিভি/এজেড

মন্তব্য করুন: