• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা দশম জয়েই ইউরো বাছাই শেষ করলো রোনালদোর পর্তুগাল

প্রকাশিত: ১৩:৩৪, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
টানা দশম জয়েই ইউরো বাছাই শেষ করলো রোনালদোর পর্তুগাল

টানা দশম জয়েই ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল। আগেই মূলপর্বে উঠে যাওয়া অন্য দুই দল স্পেন ও বেলজিয়ামও শেষ রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছে। বেলজিয়ামের রোমেলু লুকাকু ১৪ গোল নিয়ে বাছাইয়ের এক আসরে নতুন রেকর্ড গড়েছেন। 

২০১৬-র ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল ঘরের মাঠে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে টানা দশম জয়ে শেষ করে বাছাই পর্ব। ৩৭ মিনিটে ব্রুনো ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর রিকার্দো হোর্তা ব্যবধান বাড়ান। ১০ খেলায় পর্তুগালের পূর্ণ ৩০ পয়েন্টের চেয়ে আট পয়েন্ট কম নিয়ে 'আই' গ্রুপের দুইয়ে স্লোভাকিয়া। 

জার্মানির সঙ্গে রেকর্ড তৃতীয়বার শিরোপা জেতা স্পেন ঘরের মাঠে ৩-১'এ হারায় জর্জিয়াকে। আট খেলায় ২১ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডকে চার পয়েন্ট দূরে রেখে 'এ' গ্রুপের শীর্ষে ১৯৬৪, ২০০৮ ও ২০১২-র চ্যাম্পিয়নরা। 

বেলজিয়াম ঘরের মাঠে লুকাকুর চার গোলে ৫-০'তে উড়িয়ে দেয় আজারবাইজানকে। ৩০ বছরের এই ফরোয়ার্ডের চলতি বাছাইয়ে গোল হলো সর্বাধিক ১৪টি। উত্তর আয়ারল্যান্ডের ডেভিড হিলি ও পোল্যান্ডের রবের্ত লেভান্দোভস্কি সমান ১৩ গোল নিয়ে আগের রেকর্ডটি ধরে রেখেছিলেন। 

আট খেলায় ২০ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়াকে এক পয়েন্ট পেছনে ফেলে 'এফ' গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত হয় ১৯৮০ সালের ফাইনালিস্টদের।

বিভি/এজেড

মন্তব্য করুন: