অজুহাত খোঁজার দরকার নেই, ভারত হেরেছে এটাই বড় কথা!

বিশাল উচ্ছ্বাসে মাঠে এসে এভাবে এক বুক কষ্ট লুকিয়ে ফিরতে হয়েছে বাড়ি। ছবি- ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে ‘বিশ্বকাপ’ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে, তা যেনো কল্পনাতেই ছিলো না ক্রিকেটপাগল ভারতীয়দের। তাই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল জয়ের পর অস্ট্রেলিয়া দল যখন আনন্দে মশগুল, ভারতীয় সমর্থকরা তখন বুকে কষ্ট চেপে বিষণ্ণ মনে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসতে থাকেন।
আগেই ঠিক করা ছিলো সবকিছু। ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্নিল রং নেবে এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার রনরেন্দ্র মোদি স্টেডিয়াম। চতুর্দিক ভেসে যাবে আতশবাজির রংবেরং আলোকরশ্মির বর্ণছটায়। হয়েছিলো ঠিক তাই। ভারতীয়দের গায়ে জ্বালা ধরিয়ে দিয়ে সেই উৎসবে মেতেছে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত তাদের যৎসামান্য স্বদেশী সমর্থক।
সারা টুর্নামেন্ট রাজত্ব করে ফাইনালে এসে হার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতলেও এবার যে কোনো মানদন্ডে ভারতের কাছে পিছিয়ে ছিলো দলটি। দুই দলের লিগ পর্বের পারফরমেন্স প্রমাণ করে সেটাই। রোহিত শর্মার হাতে 'বিশ্বকাপ' দেখার স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর মুহূর্তে ট্রফি বিতরণীর জমকালো অনুষ্ঠান বাদ রেখেই স্টেডিয়ামে থেকে বেরিয়ে আসতে থাকে স্বাগতিক সমর্থকরা। বুকে কষ্ট চেপে বিষণ্ণ মনে স্টেডিয়াম এলাকা ছাড়তে থাকে তারা।
তারা বলছেন, ‘এ রকম হার কখনো-সখনো হয়। তারা ১১ ম্যাচের দশটিতে জিতেছে। তারা আমাদের অন্তর জয় করেছে। এখন আমরা চার বছর পরের বিশ্বকাপে তাকিয়ে থাকবো। নিশ্চয় সেবার জিততে পারবো।’
স্টেডিয়াম ছেড়ে আসা স্বাগতিক সমর্থকদের অনেকেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হার মেনে নিতে নারাজ। হতাশার চেয়ে রাগটাই তাদের বেশি।
‘ভারত হেরেছে এটাই বড়ো কথা। সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচটাতেই হতাশ করেছে দল। এখানে অজুহাত খোঁজার দরকার নেই।’
দেশের মাটিতে বিশ্বকাপে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি ছিলো ভারতের। লিগ পর্ব ও সেমিফাইনাল সহ ১০ ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলার পর ফাইনালে এসে হার। এটাকে 'ভাগ্যের পরিহাস' বলে সান্ত্বনা খুঁজে নিতে পারে ভারতীয়রা। এ ছাড়া আর কোনো উপায়ও যে নেই!
বিভি/এজেড
মন্তব্য করুন: