• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন সালাউদ্দিন

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পদত্যাগ করেছেন তিনি।

এর আগে গত বছর এই দায়িত্ব গ্রহণ করেছিলেন বাফুফে বস। এর ঠিক ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তার স্থলে লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহসভাপতি ইমরুল হাসানকে। 

এর আগে টানা ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদীর কাছ থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ১ বছরের মাথায় তিনিও ছাড়লেন সেই পদ।

এ বিষয়ে লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান জানান, বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার ওনাকে ধন্যবাদ। বিতর্ক সব জায়গায়ই কম বেশি আছে, শুধু আমাদের দেশ নয়, ফিফাতেও আছে। বিতর্কটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করব দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2