• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনিদের জন্য উসমান খাজার শান্তি চিহ্ন ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০:৩২, ২৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১০:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফিলিস্তিনিদের জন্য উসমান খাজার শান্তি চিহ্ন ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে উসমান খাজার শান্তি চিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ২৬ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।

সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনকে সমর্থন জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন উসমান খাজা। সেই ম্যাচেই মানবাধিকারের সমর্থনে জুতো পরতে বাধা দেওয়া হয় তাকে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে নেটে অনুশীলন করার সময় খাজাকে পরতে দেখা গেছে ডাভ পাখি দেওয়া ‘শান্তি চিহ্ন’ সম্বলিত জুতো। সেই চিহ্নটি ছিল তার ব্যাটেও। 

এরপর আইসিসির পক্ষ থেকে জারি করা হয় নিষেধাজ্ঞা। তাদের বক্তব্য, এই আচরণ সম্পূর্ণভাবে আইসিসির নিয়মের বিরুদ্ধে যাচ্ছে এবং খাজা এটা করতে পারবেন না। তাকে সাফ জানিয়ে দেয়া হয়, ব্যাট ও জুতোয় ডাভ পাখি দেওয়া ‘শান্তি চিহ্ন’ও লাগাতে পারবেন না। 

প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন: