• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

প্রকাশিত: ১৭:০৯, ৯ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে সংবর্ধনা দেবে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘দুজনকেই সংবর্ধনা দেওয়ার একটা পরিকল্পান তো আছে, তবে কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখনো ভাবা হয়নি। কিভাবে হবে তা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করবো।’

এসময় মাশরাফির পূর্ননির্বাচনকে তিনি ইতিবাচক হিসাবে দেখেছেন বলে জানান। বলেন, মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।’ 

সাকিবকে প্রতিভাবান উল্লেখ করে তিনি বলেন, তার দায়িত্ববোধ সম্পর্কে সবাই জানে। আমি মনে করি সেও এমপি হিসাবেও সফল হবে। জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2