এশিয়ান কাপে কাতার-ফিলিস্তিনের ম্যাচসহ আজকের খেলা

আজ সোমবার (২৯ জানুয়ারি)। একদিনের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্ব। মাঠে গড়াবে দুটি ম্যাচ। মাশরাফির সিলেট স্ট্রাইকার্স খেলবেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। অন্য ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা। এএফসি এশিয়ান কাপে স্বাগতিক কাতারের সঙ্গে খেলবে ফিলিস্তিন।
এক নজরে আজকের খেলা...
বিপিএল
সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর ১টা ৩০ মিনিট
সরাসরি: গাজী টিভি ও টি স্পোর্টস
খুলনা টাইগার্স বনাম দুর্দান্ত ঢাকা
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সরাসরি: গাজী টিভি ও টি স্পোর্টস
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি
শারজা বনাম দুবাই
রাত ৮টা ৩০ মিনিট
সরাসরি: নাগরিক টিভি
এএফসি এশিয়ান কাপ
কাতার-ফিলিস্তিন
রাত ১১টা
সরাসরি: টি স্পোর্টস
এফএ কাপ
ব্ল্যাকবার্ন রোভার বনাম রেক্সহ্যাম
রাত ১টা ৩০ মিনিট
সরাসরি: সনি লিভ
বিভি/এজেড
মন্তব্য করুন: