• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একদিনের বিরতি শেষে কাল আবার জোড়া ম্যাচ বিপিএলের

প্রকাশিত: ২১:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
একদিনের বিরতি শেষে কাল আবার জোড়া ম্যাচ বিপিএলের

একদিন বিরতির পর সোমবার পুনরায় মাঠে গড়াবে বিপিএল টি-টোয়েন্টি। চট্টগ্রামে দুপুর দেড়টার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সসার্স। সন্ধ্যা সাড়ে ৬টার লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। 

৭ দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ- বিপিএল সিজন টেন এ প্লে-অফ নিশ্চিত করেছে শুধু রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তারা সবার আগে পরবর্তী রাউন্ডে পা রেখেছে। এরপর ৯ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। 

কুমিল্লার এখনো ৩ ম্যাচ বাকি। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ১২। বরিশাল ম্যাচ খেলেছে ১০টি এবং চট্টগ্রাম তাদের চেয়ে এক ম্যাচ বেশী খেলেছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স আছে পঞ্চম স্থানে।

রংপুর ও কুমিল্লা ছাড়া প্লে-অব পর্বে বাকী দুটি স্থানের জন্য এখন লড়াই হবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনার মধ্যে। ইতিমধ্যে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকার। এবার বিপিএল এ সর্বোচ্চ ৩৫২ রান ঢাকার অ্যালেক্স রসের এবং সর্বাধিক ২২ উইকেট একই দলের শরিফুল ইসলামের। ঢাকার ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের পরও দলটি ১২ ম্যাচে ১১টিতেই হেরে এবারের আসর শেষ করেছে। 

এদিকে বিপিএল এ শেষ উত্তাপ ছড়িয়ে দিতে ফরচুন বরিশালে ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টন, খুলনা টাইগার্সে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার এবং কুমিল্লা দলে যোগ দিয়েছেন আন্দ্র রাসের ও সুনিল নারিন।  

বিভি/এজেড

মন্তব্য করুন: