• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্বকাপের আগে টাইগারদের ৩ ম্যাচের সিরিজ, প্রতিপক্ষ যারা

প্রকাশিত: ১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিশ্বকাপের আগে টাইগারদের ৩ ম্যাচের সিরিজ, প্রতিপক্ষ যারা

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের। তবে বোর্ড চাইছে আরও বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করুক টাইগাররা।

বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী জুনের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর সবগুলোই অবশ্য দেশের মাটিতে। জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে টাইগাররা। এছাড়া দলের অনেকেরই আছে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা।

তবে আরেক ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি টাইগাররা। বলতে গেলে সম্পূর্ণ এক অচেনা রাজ্য বাংলাদেশের জন্য। সে কারণে যুক্তরাষ্ট্রে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: দল নিয়ে শঙ্কায় থাকা রোহিতই বিশ্বকাপে ভারতের অধিনায়ক  

বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক যুক্তরাষ্ট্রই। এমন খবর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের  চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

তবে ঠিক কবে এই সিরিজ শুরু হবে তা জানা যায়নি।

চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2