• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

গেমিং ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া: ‘কল অব ডিউটি’র নির্মাতার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৪:৪০, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪১, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গেমিং ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া: ‘কল অব ডিউটি’র নির্মাতার মর্মান্তিক মৃত্যু

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’-এর সহনির্মাতা ভিন্স জ্যাম্পেলার যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনাটি ঘটে। ইলেকট্রনিক আর্টস (ইএ) এক বিবৃতিতে ভিন্স জ্যাম্পেলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইএ-এর অধীনস্থ বিখ্যাত গেম স্টুডিও রিস্পন এন্টারটেইনমেন্ট-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রলের তথ্যমতে, স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে ফেরারি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিট ব্যারিয়ারে আঘাত করে গাড়িটি। সংঘর্ষের পরপরই গাড়িতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে দুইজন আরোহী ছিলেন। যাত্রী আসনে থাকা একজন ছিটকে পড়েন এবং চালক গাড়ির ভেতরেই আটকা পড়েন। দুজনই ঘটনাস্থলেই মারা যান। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইলেকট্রনিক আর্টসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এটি আমাদের জন্য কল্পনাতীত এক ক্ষতি। ভিন্সের পরিবার, তার প্রিয়জন এবং তার কাজের মাধ্যমে যারা অনুপ্রাণিত হয়েছেন—সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

২০০৩ সালে জেসন ওয়েস্ট ও গ্রান্ট কলিয়ারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক শুটার গেম ‘কল অব ডিউটি’ তৈরি করেন ভিন্স জ্যাম্পেলা। এই গেম সিরিজটি বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে এবং মাইক্রোসফটের মালিকানাধীন অ্যাকটিভিশনকে বিশ্বের অন্যতম লাভজনক গেমিং প্রতিষ্ঠানে পরিণত করেছে। শিগগিরই ‘কল অব ডিউটি’ নিয়ে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র মুক্তির কথাও রয়েছে।

তবে ‘কল অব ডিউটি’ ছাড়াও গেমিং দুনিয়ায় ভিন্স জ্যাম্পেলার অবদান ছিল ব্যাপক। ‘মেডেল অব অনার’, ‘টাইটানফল’ ও ‘এপেক্স লেজেন্ডস’—এর মতো জনপ্রিয় গেম তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১০ সালে জ্যাম্পেলা ও জেসন ওয়েস্টকে অ্যাকটিভিশন থেকে বরখাস্ত করা হলে কোম্পানিটির সঙ্গে তাদের দীর্ঘ আইনি বিরোধ শুরু হয়, যা ২০১২ সালে আদালতের বাইরে নিষ্পত্তি হয়। পরবর্তীতে তিনি ইলেকট্রনিক আর্টসে যোগ দিয়ে ‘ব্যাটলফিল্ড ৬’-এর উন্নয়নে কাজ করেন, যা ‘কল অব ডিউটি’-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

কল অব ডিউটির নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, ‘আমাদের ইতিহাসে ভিন্স জ্যাম্পেলার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে আইকনিক ও দীর্ঘস্থায়ী বিনোদনের উত্তরাধিকার রেখে গেছেন, তা গেমিং জগতে অম্লান হয়ে থাকবে।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2