তাসকিনের জোড়া শিকার ও চার ছক্কার হজম, তবুও জিতলো দল
একই ম্যাচে দেখা গেল তাসকিন আহমেদের ভিন্ন দুই রূপ। পাওয়ার প্লে'তে তিন ওভারে দারুণ বোলিংয়ে বাংলাদেশের এই পেসার নিলেন দুটি উইকেট। কিন্তু চতুর্থ ওভারে হজম করলেন চারটি ছক্কা। তার দল শারজা ওয়ারিয়র্জ অবশ্য আবুধাবি নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে ফিল্ডিং পেয়ে তাসকিনকে বোলিংয়ে আনেন ওয়ারিয়র্জ অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম তিন বলে কোনো রান না দেওয়া টাইগার পেসার শেষ বলে ফিল সল্টকে ফেরান।
প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৪ রান করে জেসন হোল্ডারের নাইট রাউডার্স। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন দ্বিতীয় বলে আলেক্স হেলসকে শিকার করেন। এবারও ৪ রানে এক উইকেট তার। ইনিংসের পঞ্চম ওভারে ৮ রান দিয়ে কোন উইকেট পাননি তাসকিন।
পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে নাইট রাইডার্স করতে পারে ২৮ রান। দুই ওভারে দুই রান দিয়ে অন্য দুটি উইকেট আরব আমিরাতের বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরামের। ১৯তম ওভারে তাসকিন তার কোটা পূরণ করতে এসে চার ছক্কা হজম করে ২৫ রান দেন।
নাইট রাইডার্সের স্কোর ৭ উইকেটে ১০৪ থেকে ৭ উইকেটে ১২৯ হয়। শেষ ওভারে আদিল রশিদ ৫ রানে দুই উইকেট নিয়ে ৯ উইকেটে ১৩৪-এ থামান নাইট রাইডার্সকে।
এই ইংলিশ লেগ স্পিনারের ৪ ওভারে ১৮ রান দিয়ে শিকার তিন উইকেট। তাসকিন ৪১ রানের বিনিময়ে দুই উইকেট পান। জবাবে ওয়ারিয়র্জ সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জিতে যায় ৪ উইকেটে।
বিভি/এজেড




মন্তব্য করুন: