• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

২১১ রানের লিড শ্রীলঙ্কার, বাংলাদেশের লক্ষ্য ২৫০

প্রকাশিত: ২৩:১৪, ২৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
২১১ রানের লিড শ্রীলঙ্কার, বাংলাদেশের লক্ষ্য ২৫০

ছবি: ক্রিকেট ওয়ার্ল্ড

প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের জবাবে স্বাগতিক বাংলাদেশ অলআউট ১৮৮ রানে। শনিবার সিলেট টেস্টে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১১৯ রানে দ্বিতীয়দিন শেষ করেছে শ্রীলংকা। 

এরই মধ্যে ২১১ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সফরকারীরা। ম্যাচে ফিরতে লক্ষ্যটা ২৫০ রানের মধ্যে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকার আশা তিনশ ছাড়ানো লক্ষ্য নিতে পারবে তারা। 

দ্বিতীয়দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প বলেন, ‘শ্রীলংকা ২১১ রান এগিয়ে গেছে। আগামীকাল সকালে আমরা যদি দ্রুত উইকেট নিতে পারি তাহলে আড়াইশর মধ্যে আটকে রাখা যাবে। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অবশ্যই আমরা হতাশ। মাত্র ৫১ ওভার ব্যাটিং করতে পেরেছি।’ ব্যাটিং কোচ বলেন, ‘সব ব্যাটারই বলেছে ভালো উইকেট। বল ভালো ব্যাটে এসেছে। তারা বলেছে, এখানে শট খেললে রান আসবে। কিন্তু কেউই দায়িত্ব নিতে পারেনি। প্রথম ইনিংসে ব্যাটাররা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।’ 

এদিকে শ্রীলংকার বোলিং কোচ ধর্শনা গামাগের ধারণা, নিরাপদ অবস্থায় পৌঁছানোর জন্য লিডটা তিনশ পার করতে হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2