• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ব্রাজিলের কোচ হলেন দারিভাল

প্রকাশিত: ১১:১৫, ২৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ব্রাজিলের কোচ হলেন দারিভাল

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হলো দারিভাল জুনিয়রের। বিস্ময়বালক এন্ড্রিকের একমাত্র গোলে ওয়েম্বলিতে সেলেসাওরা ১-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সদের। 

বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৫ ম্যাচ জয় বঞ্চিত। পয়েন্ট টেবিলে লাতিন অঞ্চলে রয়েছে ৬ নম্বরে। ব্রাজিল ফুটবল নিয়ে চরম হতাশ হয়ে পড়েছিলো ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে প্রথমবারের মত আর্জেন্টিনার কাছে হেরেছে তারা। এমন পরিস্থিতিতে সাও পাওলো কোচ ডরিভাল জুনিয়রকে দায়িত্ব তুলে দেয়া হলো ব্রাজিল ফুটবল দলের। 

দায়িত্ব পাওয়ার পর শনিবার ছিল ডরিভালের প্রথম পরীক্ষা। তাও একেবারে সিংহের খাঁচায়। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। একে তো নেইমার নেই। তার ওপর দুই সেরা গোলরক্ষক এদেররসন, আলিসন বেকারও নেই। ছিলেন না ক্যাসেমিরো, এডার মিলতাওরাও। সব মিলিয়ে ভাঙাচোরা একটি দল নিয়েই ব্রাজিল ফুটবলে অভিষেক ঘটালেন দারিভাল জুনিয়র। 

অভিষেকটা ঠিকই রাঙিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই কোচ। ওয়েম্বলির দর্শকদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল ফুটবলে শুরু হলো দারিভাল যুগ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮০তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এন্ডরিক। ভিনিসিয়ুস জুনিয়রের পাস লক্ষ্যভেদ করেন এন্ড্রিক। নিজের তৃতীয় ম্যাচে এসেই গোলের দেখা পেলেন ব্রাজিলের বিষ্ময় বালক। ওয়েম্বলির মাঠে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়লেন আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই নতুন তারকা।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2