• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা 

প্রকাশিত: ১৪:০৯, ২৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা 

দ্বিতীয় ইনিংসেও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি। বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত দ্বিতীয় ইনিংসে লংকানদের সংগ্রহ ৬ উইকেটে ২৯৯ রান।

প্রথম ইনিংসের ৯৭ রানের লিড অনেকটাই এগিয়ে রেখেছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে শুরুতে দ্রুত উইকেট নিয়ে কামব্যাকের আশা জাগিয়েছিলো বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই ৫ উইকেটে ১১৯ রান নিয়ে খেলতে নামা লংকানদের ষষ্ঠ উইকেট তুলে নিয়ে আশা জাগান পেসার খালেদ আহমেদ। তবে বাংলাদেশের সাফল্য সেখানেই শেষ।

প্রথম ইনিংসের মতো আরো একবার টাইগারদের হতাশ করেছেন লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ম্যাচটা বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন এই দুই ব্যাটসম্যান। সপ্তম উইকেটে দুজনের জুটি ১৭৩ রানের। ম্যাচে জোড়া সেঞ্চুরির স্বাদ পেয়েছেন অধিনায়ক ধনাঞ্জয়া।

দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১০৮ রান। কামিন্দু মেন্ডিসও আছেন জোড়া সেঞ্চুরির পথে। তাদের বড় স্কোর গড়তে সাহায্য করেছেন বাংলাদেশের বোলার ফিল্ডাররা। বাজে বোলিংয়ে দুই ব্যাটসম্যানকে সেট হওয়ার সুযোগ করে দিয়েছেন বোলাররা। অন্যদিকে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। শ্রীলংকার লিড এরই মধ্যে চারশ' ছুঁয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2