• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ পরীক্ষা আজ

প্রকাশিত: ১০:৫১, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ পরীক্ষা আজ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে ফিলিস্তিনের বিপক্ষে এবার হোম ম্যাচের চ্যালেঞ্জ বাংলাদেশের। আজ মাঠে গড়াবে ফিরতি লেগ ম্যাচটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকাল সাড়ে তিনটায়।

গত ২১ মার্চ কুয়েত সিটিতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ ৫-০ গোলে জিতেছে ফিলিস্তিন। এবার ফিরতি পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় যুদ্ধবিধ্বস্ত দেশটির খেলোয়াড়রা। 

বাছাই পর্বে 'আই' গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে। চার দলের গ্রুপে সবার নীচে জামাল ভুঁইয়ারা। মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৭-০'তে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে লেবাননকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ। তবে কুয়েতে তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে ফের ৫-০'তে বিধ্বস্ত হয় হাভিয়ের কাবরেরার দল। 

অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ফিলিস্তিন। দুই পয়েন্ট নিয়ে লেবানন রয়েছে তিনে। টানা তিন জয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে উঠবে। তাই ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মহান স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় না হারার রেকর্ড ধরে রাখতে আত্মবিশ্বাসী জামাল-তপুরা।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2