• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারী আম্পায়ার ইস্যুতে কথা বললেন সুজন

প্রকাশিত: ২১:০৭, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
নারী আম্পায়ার ইস্যুতে কথা বললেন সুজন

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে নারী আম্পায়ার ইস্যুতে বেশ জল ঘোলা হয়েছে। যদিও ওই সমস্যাটা নারী নয় অনভিজ্ঞতা নিয়ে। এই ইস্যু নিয়ে কথা বলেছেন আবাহনী লিমিটেডের কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনিও মনে করেন ঢাকা প্রিমিয়ার লিগের বড় ম্যাচগুলোয় অনভিজ্ঞ কোন আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া ঠিক না। 

প্রিমিয়ার লিগে মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে নিয়ে আপত্তি তোলা প্রসঙ্গে তোলপার ক্রিকেটাঙ্গন। গুঞ্জন ওঠে নারী আম্পায়ারের অধিনে খেলতে আপত্তি জানান তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। 

এই ম্যাচে জেসির দায়িত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। প্রশ্ন সুজনেরও

পরে জানা যায় কোন ক্রিকেটার নন, ক্লাবগুলো থেকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার দেয়ায় আপত্তি ছিলো। এবার আবাহনীর কোচও অন্য ক্লাবগুলোর সাথে সুর মেলালেন। তবে নারী বলে নয়, বড় ম্যাচে অনভিজ্ঞদের খেলা পরিচালনার দায়িত্ব দেয়ায় আপত্তি সুজনের। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2