• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মেসিবিহীন মায়ামির ছন্দপতন

প্রকাশিত: ১২:১৯, ১৬ মে ২০২৪

ফন্ট সাইজ
মেসিবিহীন মায়ামির ছন্দপতন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচ জয়ের পর ছন্দপতন হলো ইন্টার মায়ামির। লিওনেল মেসির অনুপস্থিতে আজ বাংলাদেশ সময় ভোরে অরল্যান্ডো সিটির মাঠে 'ফ্লোরিডা ডার্বি' গোলশূন্য ড্র'য়ে শেষ হয়। হাঁটুর চোটে খেলতে পারেননি আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।

সর্বশেষ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন আর্জেন্টাইন তারকা। মায়ামির জেতা পাঁচ ম্যাচেই বড়ো ভূমিকা রাখেন। অরল্যান্ডো সিটির বিপক্সে মেসি না থাকলেও সুয়ারেজ শুরু থেকেই খেলেছেন। চলতি লিগে ১১টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা উরুগুয়ের ফরোয়ার্ড ম্যাচের শুরুতে সুযোগ মিস করেন। ১০ মিনিটের মধ্যে মায়ামির আরও একটি সুযোগ নষ্ট করেন রবার্ট টেলর। 

সুয়ারেজ-টেলরদের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠে মায়ামির হার এড়িয়েছেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৩২ মিনিটে অরল্যান্ডো সিটির আর্জেন্টাইন উইঙ্গার মার্টিন ওজেডারের জোরালো শট রুখে দেন। এক মিনিট পর ফরোয়ার্ড লুইস মুরিয়েলের আরেকটি শট ঠেকান। দ্বিতীয়ার্ধেও গোল করার কাছাকাছি ছিলো স্বাগতিকরা। পার্থক্য হয়ে থাকেন সেই ক্যালেন্ডারই।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2