নিউজিল্যান্ডকে বিপদের মুখে ফেলে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ

গ্রুপপর্বের টানা তিন ম্যাচ জিতে সুপার এইটের টিকিট নিশ্চিত করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ১৩ রানে। অপরদিকে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই প্রায় ছিটকে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেলো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
ক্যারিবীয়দের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে কিউইদের ইনিংস। আর তাতেই ১৩ রানের এক দারুণ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের দেয়া ১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় কিউইরা। দলীয় ৫০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। উইলিয়ামসন, কনওয়ে কিংবা রাচিন কেউই তেমন কিছুই করতে পারেননি।
যদিও ৩৩ বলে ৪০ রান করে কিউইদের হয়ে খানিকটা প্রতিরোধ করেন গ্লেন ফিলিপস। তার বিদায়েই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। গুদাকেশ মতি তার ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শেরফেন রাদারফোর্ডের ৩৯ বলে ২ চার এবং ৬ ছক্কার মারে ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা।
বিভি/এজেড
মন্তব্য করুন: