• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেয়া ভুল হচ্ছে বিসিসিআইয়ের? 

প্রকাশিত: ১৮:০১, ১১ জুলাই ২০২৪

আপডেট: ২০:০৮, ১১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ

হিন্দিতে একটা কথা আছে, 'জাদা জশ মে আকসার আদমি গালতি কার ব্যাঠতা হ্যা'। বাংলায় যার অর্থ, 'অতিরিক্ত উত্তেজনাতেই মানুষ ভুল করে বসে'। তাহলে কি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের কোচ বানিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভুল করে বসলো ভারতীয় ক্রিকেট বোর্ড? এই প্রশ্নটা কেন করলাম, চলুন আপনাদের বুঝিয়ে বলি।

সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বরাবরই আলোচনায় থাকেন, নিজের আজেবাজে মন্তব্য নিয়ে। একটা সময় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তার করা বেফাস মন্তব্য নিয়ে তিনি হয়েছিলেন ভাইরাল। এমনকি নিজের খেলোয়াড়ি জীবনের পূর্ণতা না পাওয়া নিয়ে সরাসরি ধোনিকেই এক টক শোতে দোষারোপ করেছিলেন।

মাঠের ক্রিকেটেও ভারতীয় সুপারস্টার ভিরাট কোহলির সঙ্গেও তিনি বিবাদে জড়িয়েছিলেন বেশ কয়েকবার, কখনও খেলোয়াড়ি জীবনে কিংবা কখনও কোচিং জীবনে। আর এই গম্ভীরকেই এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ বানিয়েছে বিসিসিআই। এমনকি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে বোর্ডকে পাঁচটি শর্তও ছুড়ে দিয়েছেন তিনি, যেখানে এসেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ভিরাট, রোহিতের মতো সিনিওর ক্রিকেটারদের বাদ দেয়ার কথাও। 
মূলত ২০২৪ আইপিএলে গম্ভীরের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাস, এরপরই শুরু হয়ে যায় তাকে কোচ বানানোর তোড়জোড়। 

এইতো কয়েকদিন আগেই রাহুল দ্রাবিড়ের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মা। তবে দ্রাবিড়ের অধীনে যে পরিমাণ দারুণ ক্রিকেট খেলেছে ভারত, ঠিক তেমনই ক্রিকেট তারা খেলতে পারবে গম্ভীরের কোচিংয়েও? প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। তবে ভিরাটের সাথে তার পূর্ব বিবাদ যে নিঃসন্দেহেই শঙ্কা জাগাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে, সে কথা অন্ততপক্ষে বলা যেতেই পারে

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2