• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাকিস্তানে না গেলে ভারতকে ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি!

প্রকাশিত: ১৬:২২, ১৩ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানে না গেলে ভারতকে ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি!

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই দেখতে মুখিয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব। যে ম্যাচ থেকে বিশ্বকাপের পুরো টুর্নামেন্টের খরচ উঠে যায়। কিন্তু রাজনৈতিক বিরোধের কারণে ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে আইসিসির বৈশ্বিক ইভেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হয় দু’দল। তাইতো এই একটি ম্যাচ দেখেই তৃপ্তির ঢেকুর গিলতে হয় ক্রিকেট সমর্থকদের। 

১৫ বছর আগে ভারত শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল। তারপর আইসিসির বৈশ্বিক ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া আর কখনোই ঘরোয়াভাবে দেখা মেলেনি দু’দলের। তবে দু’দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছে বেশ হৃদ্যতা। এবার সুযোগ হয়েছে ভারতের পাকিস্তানে গিয়ে খেলার। আর সেই সুযোগটি করে দিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। যেটি ২০২৫ সালে অনুষ্ঠিত হবে পাকিস্তান। 

তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ শঙ্কার মধ্যেই রয়েছে পাকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজনে আইসিসির সঙ্গে বিশেষ চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে এশিয়া কাপের মতো এবারও পাকিস্তান সফরে যেতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থাটির এক কর্মকর্তার বরাতে এমন সংবাদ প্রকাশ করছে ভারতের গণমাধ্যম এএনআই। তারা চাচ্ছে এশিয়া কাপের মতো নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে খেলতে। 

গত বছর এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। কিন্তু ভারতের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে গড়ায় টুর্নামেন্টটি। তবে এর আগে পাকিস্তান বলেছিল, ভারত যদি সেখানে খেলতে না যায়, তা হলে তারা বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না। শেষ পর্যন্ত পাকিস্তান সেটি সফলে ব্যর্থ হয়। ভারতের দাবি মেনে নিয়ে হাইব্রিড মডেলে গড়ায় এশিয়া কাপ। আর পাকিস্তানও অংশ নেয় ওয়ানডে বিশ্বকাপে।

তবে এবার নড়েচড়ে বসেছে পিসিবি, নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে সিদ্ধহস্ত তারা। কেননা গত বছরের হাইব্রেড মডেলের এশিয়া কাপে পকিস্তানকে লোকসান গুনতে হয়েছিল। কিন্তু এবার সেই ভুল করতে নারাজ পাকিস্তান। তাই তো ঘরের মাটিতে ভারতকে খেলানোর জন্য তাদের বাড়তি নিরাপত্তা দেয়াসহ তাদের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তাও দিয়ে রেখেছে পিসিবি। তবে তাতেও রাজি নয় ভারত। পাকিস্তানের মাটিতে পা না রাখার ব্যাপারে অনড় অবস্থানে ভারত। তবে এবার কোনো হাইব্রিড মডেলে যেতে চায় না পাকিস্তান। 

এদিকে পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভারত পাকিস্তানের খেলতে না গেলে প্রয়োজনে তাদের ছাড়াই আইসিসির অনুমতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, এবার ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না আইসিসি। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে খেলতে নাই যায়, আর আইসিসি যদি পাকিস্তানের প্রস্তাব মেনে নেয় তাহলে রোহিত-কোহলিদের বাদ দিয়েই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি।

সেক্ষেত্রে ভারতের জায়গায় চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে শ্রীলঙ্কা। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলদেশের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যায় লঙ্কানরা। আর ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে ৮ দল নিয়েই নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান। এমনটায় জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2