যে কারণে চাপে পড়েছে অলিম্পিক কমিটি
চলমান অলিম্পিক পূর্বের অন্যসব আসরগুলোর তুলনায় বেশ ভিন্ন। কারণ, শতবর্ষের প্রথা ভেঙে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। শিল্প ও সাহিত্যের শহর প্যারিস, সেই প্যারিসের সিন নদীতে হয়েছিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের দূষিত হয়ে পড়েছে সিন নদীর পানি। যে কারণে বিপাকে পড়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।
আর এই কারণেই দ্বিতীয়বারের মতো পিছিয়েছে ট্রায়াথলন সাঁতারের অনুশীলন। প্রথম দফায় পেছানোর পর সোমবার (২৯ জুলাই) এর আয়োজনের কথা ছিল। দুবার পেছানোয় বিপাকে পড়েছেন অ্যাথলেটরা।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল সিন নদী। প্যারিসের ভেতর দিয়ে বয়ে চলা এই প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন। এই নদীতেই প্রায় ৬ কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছিলেন অ্যাথলেটরা। এবার সেই সেন নদীর কারণে বড় ধাক্কা খেল আয়োজক কর্তৃপক্ষ। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা।
এই নদীর পানি নিয়ে অনেক আগ থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই এ নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর পরীক্ষায় ন্যূনতম মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল। তবে পানির মান ভালো প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা।
তবে চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই অনেকটা কালচে বর্ণ ধারণ করেছে। নানা ধরনের বস্তু, রং পানিতে পড়ে পানি হয়েছে দূষিতও। আর তাই কপালে চিন্তার ভাঁজ অলিম্পিক কমিটির কপালে।
বিভি/এসি/টিটি
মন্তব্য করুন: