• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিলেন আর্জেন্টাইন ফুটবল তারকাও

প্রকাশিত: ১৮:৩২, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিলেন আর্জেন্টাইন ফুটবল তারকাও

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। শুধু সাধারণ মানুষই না, বরং গুলিতে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ শিশুও। অনেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন, আবার অনেকেই জানিয়েছেন অঝোরে বয়ে যাওয়া এই রক্তপাত বন্ধের আহ্বান। প্রতিবাদ এবং আক্ষেপ পোষণ করছেন সব পেশার মানুষ। 

যদিও  এই আন্দোলনকে এখন পর্যন্ত কিছুই বলেননি  পঞ্চপান্ডবের দুই জন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। এমনকি তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। তবে, তারা মুখ না খুললেও বাংলাদেশ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার উঠতি তারকা, এঞ্জো ফার্নান্দেজ। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আজ (শনিবার) বিকেলে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে এনজো লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশী ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের কথা শুনেছি এবং আপনাদের জন্য প্রার্থনা করি।’

এর আগে ১৯ জুলাইয়েও এনজো ফেসবুকে বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জেনে লিখেছিলেন, ‘বাংলাদেশে ভুক্তভোগী মানুষদের প্রতি আমার দোয়া রইল।’ 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল  এক ভিডিও। যেখানে দেখা  দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে  রূপ দেওয়া হয়েছে জোকারের । আগের ছবির দুই পাশের লেখা ছিল, 'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন' যেটি মুছে ফেলে লেখা হয়েছে। কয়েকজন ভক্ত একসঙ্গে এই ছবিতে জুতা ছুঁড়ে মারছেন।  

মাশরাফির মতো সাকিব আল হাসানকে নিয়েও হচ্ছেঅনেক সমালোচনা। কারণ তিনিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তাছাড়া ব্যাপক সমালোচনার পর ১৭ জুলাই প্রতিক্রিয়া জানান পঞ্চপান্ডবখ্যাত বাকি তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2